নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আজ বুধবার বেলা পৌনে ১টায় আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
তিনি বলেন, গতকাল মধ্যরাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘তল্লাশি’র নামে হামলা ও লুটপাট করার দায়ে থানায় অভিযোগ করা হয়েছে। ওই বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান বুধবার এই অভিযোগ করেন।
মোখলেসুর রহমান আরও বলেন, মামলার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি বলেন, ‘এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি। ২০—২৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ তুলে কিছু মানুষ মিছিল দিয়ে ঢুকে পড়ে। পরে সেখানে ‘তল্লাশি’র নামে বাসার বিভিন্ন কক্ষ তছনছ করা হয়। তবে সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।’
গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।
রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আজ বুধবার বেলা পৌনে ১টায় আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
তিনি বলেন, গতকাল মধ্যরাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘তল্লাশি’র নামে হামলা ও লুটপাট করার দায়ে থানায় অভিযোগ করা হয়েছে। ওই বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান বুধবার এই অভিযোগ করেন।
মোখলেসুর রহমান আরও বলেন, মামলার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি বলেন, ‘এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি। ২০—২৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ তুলে কিছু মানুষ মিছিল দিয়ে ঢুকে পড়ে। পরে সেখানে ‘তল্লাশি’র নামে বাসার বিভিন্ন কক্ষ তছনছ করা হয়। তবে সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।’
গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৩ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৩ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৩ ঘণ্টা আগে