Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

যৌন হয়রানির অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত ছাত্র মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩০৮ তম সিন্ডিকেটের কার্যবিবরণী থেকে এ বিষয়টি জানা গেছে। সেই সঙ্গে বহিষ্কৃত মামুনুর রশীদকে যথাযথ মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য পরিবারকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল) বি এম কামরুজ্জামান স্বাক্ষরিত কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, ‘চিকিৎসা কেন্দ্রের নার্সকে যৌন হয়রানির জন্য মো. মামুনুর রশীদকে এক বছরের জন্য বহিষ্কার করা হলো। এ সময় সে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও আবাসিক হলে অবস্থান করতে পারবে না।’ 

গত ৪ জুন বিশ্ববিদ্যালয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী নার্স। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘মামুনুর রশীদকে ইনজেকশন দেওয়ার সময় আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই সময় আমি চিৎকার করলে আমার সহকর্মীরা ডিউটি রুমে এসে উপস্থিত হয়। উক্ত ছাত্র তখন সরে দাঁড়ায়। এ ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার ওপর সংঘটিত এই যৌন হয়রানির সুষ্ঠু বিচার কামনা করছি।’ 

এ দিকে ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, মামুনুর রশীদ ঘটনার সময় মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। 

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ