কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির সামনে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামের মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭) ও সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮)।
খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা দুইটার দিকে দুই চাচাতো ভাই বায়েজিদ ও জাহিদ মিলে বাড়ির সামনে খেলতে যায়। হঠাৎ সবার অগোচরে খালের পানিতে ডুবে যায় শিশু ২টি।
অনেকক্ষণ শিশুদের না দেখতে পেয়ে স্বজনরা খুঁজ করতে গিয়ে দেখেন, খালের পানিতে ডুবে রয়েছে শিশুরা। পরে, স্বজনরা তাদের উদ্ধার করে কদমচাল বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।