গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (আনুমানিক বয়স ১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা। তিনি বলেন, ‘অজ্ঞাত কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। কমলাপুর রেলওয়ে পুলিশের সহায়তায় লাশটি বুঝে নেওয়া হবে। কিশোরের পরিচয় শনাক্তে কাজ করবে পুলিশ।’
স্থানীয় লোকজন জানান, আজ সকালে মধুমিতা রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে একজন কিশোর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় তরুণ রাকিব বলেন, ‘আজ সকালে মধুমিতা রেলগেট এলাকায় হঠাৎ ট্রেন থেকে এক কিশোর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কিশোরের মৃত্যু হয়। কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’