হোম > সারা দেশ > ঢাকা

গুলশান শপিং সেন্টার ভাঙার রায় বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলা হবে। এটি ভাঙার রায় গতকাল সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

গত বছর গুলশান শপিং সেন্টারের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরে ভবনটির সিলগালা খুলে ভাঙার অনুমতি চেয়ে ডিএনসিসিতে আবেদন করে বাণী চিত্র লিমিটেড ও চলচ্চিত্র লিমিটেডের নিযুক্ত আমমোক্তার শান্তা হোল্ডিংস লিমিটেড। অনুমতি না পেয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাবিবুল বাসিত হাইকোর্টে রিট করেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুল নিষ্পত্তি করে রায়ে শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ভবনটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। এতে ডিএনসিসিকে সহযোগিতা করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বাণী চিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র লিমিটেডের পরিচালক জিয়া ইয়ামীন। চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শুনানি শেষে গতকাল তা খারিজ করেন আপিল বিভাগ। 

বাণী চিত্র ও চলচ্চিত্রের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। শান্তা হোল্ডিংসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। জিয়া ইয়ামীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মুস্তাফিজুর রহমান খান। 

আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ পরে আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট শান্তা হোল্ডিংসকে নিজ খরচে ৩০ দিনের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে জিয়া ইয়ামীনের করা লিভ টু আপিল গতকাল আপিল বিভাগ খারিজ করায় ভবনটি ভাঙতে শান্তা হোল্ডিংসের আইনগত কোনো বাধা নেই।

দোহারে কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

ঈদের আগে গেজেটভুক্ত করার দাবি ৪৩ বিসিএসের বঞ্চিতদের

সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর দুই হাত ও এক পা ভেঙে পালিয়েছেন মা

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবার মৃত্যু, ছেলে আহত

সাড়ে ৩ মিনিটে যমুনা নদী পার, চালু হলো দেশের দীর্ঘতম রেলসেতু

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

স্থায়ী ভবনের দাবিতে জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল