Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ১ ব্যক্তি নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ১ ব্যক্তি নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় শওকত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে টঙ্গীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি টঙ্গীর টঙ্গীর আমতলী কেরানি বস্তি এলাকার মৃত জমিরের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে টঙ্গীর আমতলী এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়ক পার হচ্ছিলেন শওকত আলী। এ সময় ঢাকা থেকে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ