Ajker Patrika

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় পড়ে ছিল কার্টনটি। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় পড়ে ছিল কার্টনটি। ছবি: আজকের পত্রিকা

রশি দিয়ে পেঁচানো একটি কার্টন পড়ে ছিল সড়কের পাশে বাঁশের ঝাড়ে। আজ শুক্রবার সকালে সেটি দেখতে পেয়ে একে একে জড়ো হন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। বেলা ২টার দিকে পুলিশ গিয়ে সেই কার্টন খুলে দেখে, ভেতরে অজ্ঞাতনামা এক নারীর লাশ। মুখ থেঁতলানো, শরীরে একাধিক ক্ষত।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় পড়ে ছিল কার্টনটি। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো একসময় খুনিরা কার্টনে মোড়ানো লাশটি ফেলে যায় বলে ধারণা পুলিশ ও এলাকাবাসীর।

পুটাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, ‘এলাকার লোকজন সকালে আমাকে জানালে আমি গ্রামপুলিশ পাঠিয়ে কার্টনের বাক্সটাকে বাঁশের ঝাড় থেকে তুলে রাস্তার পাশে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ ও রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা এসে কার্টন খুলে মাঝবয়সী নারীর লাশ উদ্ধার করে।’

এ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওসি এস এম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত