রাজধানীর গুলশান-১ এলাকার গ্লোরিয়া জিন্স কফির পাশে গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ আমিনুল ইসলাম বাদী হয়ে গতকাল রোববার মধ্যরাতে মামলাটি করেন।
আজ সোমবার সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন মনির আহমেদ ও মো. আরিফ হোসেন।
এর আগে গতকাল রোববার বিকেলে গুলশানে প্রায় ৭৫ হাজার টাকা বিকাশে পাঠানোর পর তা পরিশোধ না করায় ওমানপ্রবাসী আরিফ হোসেনকে আটকে রাখেন গ্লোরিয়া জিন্স কফির পাশের একটি দোকানের মালিক হাবিবুর রহমান আলিম। আরিফ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে ফোন দিয়ে ঘটনাস্থলে নিয়ে এলে তাঁদেরও আটক করেন দোকানি। এরপর স্বেচ্ছাসেবক লীগের নেতা গুলি ছোড়েন। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।