ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক হাজতি ঢাকা মেডিকেলে মারা গেছেন। হাজতির নাম আনোয়ার হোসেন খান (৫৫)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আল আমিন জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন আনোয়ার হোসেন খান। পরে কারা চিকিৎসকের পরামর্শে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
আল আমিন আরও জানান, হাজতি আনোয়ারের বাবার নাম আছিউল হক। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার আল আমিন গ্রামে। হাতিয়া থানায় আনোয়ার হোসেনের নামে অস্ত্র ও মাদক মামলা আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।