নরসিংদীতে মেঘনা নদীতে ডুবে নিরব মিয়া নামে এক কিশোরে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার শাহিন আলমের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রায়হান এই তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে যায় নিরব। এ সময় শেখ হাসিনা সেতু এলাকায় মেঘনা নদীতে হাত–মুখ ধোয়ার করার জন্য গেলে পানিতে পড়ে তলিয়ে যায় সে।’
তিনি আরও বলেন, ‘পরে বেলা ৩টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেতুর নিচ থেকে নিরবের লাশ উদ্ধার করা হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’