Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৪

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৪

রাজবাড়ীর পাংশার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকালে হওয়া এ সংঘর্ষে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহতরা হলেন-উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামের ইলাত আলী প্রামানিকের ছেলে ইব্রাহিম প্রামানিক (৭০) ও তাঁর স্ত্রী হামিদা বেগম (৬০), দুলাল প্রামানিক (৬০) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৫০), তাঁদের দুই ছেলে সুজন প্রামানিক (২৬) ও ইমন প্রামানিক (২০), একই গ্রামের রস্তম প্রামানিকের স্ত্রী পারভিন বেগম (৩৫) ও বাবর আলীর স্ত্রী সুলতানা খাতুন।

অপর পক্ষের আহতরা হলেন-একই গ্রামের রশাই প্রামানিকের ছেলে নূরুল ইসলাম (৬৫) ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন (৫০), তাঁদের ছেলে ওসমান আলী (৩০), রওশন প্রামানিকের ছেলে আব্দুল খালেক প্রামানিক (৩৩) ও আরশেদ প্রামানিকের ছেলে আব্দুল মালেক প্রামানিক (২৮)। 

পাংশায় দু’পক্ষের সংঘর্ষ ১৪ জন আহতপাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে ইব্রাহিম প্রামানিক ও তাঁর স্ত্রী হামিদা বেগম এবং পারভিন বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম প্রামানিক ও দুলাল প্রামানিক বলেন, ‘আমাদের বসত বাড়ি প্রবেশের রাস্তা আমার বাবার কেনা সম্পত্তি। প্রতিবেশী নূরুল ইসলাম প্রামানিক এই রাস্তা নিজেদের দাবি করে গতকাল শনিবার সপরিবারে রাস্তা দখল করতে আসে। আমরা বাধা দিই। পরে আজ রোববার সকাল ১০টায় বিষয়টি নিয়ে দুই পক্ষের বসার কথা ছিল। সকাল ১০টা বাজার আগেই তাঁরা রাম দা, চাইনিজ কুড়াল, দেশীয় লাঠি-সোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।’ 

তবে এ ঘটনায় প্রতিবেশী নূরুল ইসলাম প্রামানিক বলেন, ‘এই রাস্তার জায়গা নিয়ে অনেক আগে থেকেই ঝামেলা চলছে। তাঁদের হামলায় আমাদের ছয়জন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। আমরা সবাই পাংশা হাসপাতালে চিকিৎসাধীন।’ 

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা