Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জমির বিরোধে মা–ছেলেসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতন, আদালতে মামলা 

টাঙ্গাইল প্রতিনিধি

জমির বিরোধে মা–ছেলেসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতন, আদালতে মামলা 

টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ মা, তাঁর দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলি আদালতে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার আব্দুল জব্বার মিয়া (৩৪)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী কবীর হোসেন উজ্জল। মো. বাদল মিয়া, হাবিবুর রহমান, গেন্দি বেগম, রফিকুল ইসলাম, আজগর আলীসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

আইনজীবী কবীর হোসেন উজ্জল জানান, আলমগীর ও জব্বার মিয়াদের সঙ্গে প্রতিবেশী কালু মিয়া সেখ ও তাঁর ভাই আজগর আলী, সামাদ মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ ছিল দীর্ঘ দিনের। ২০০ সালে দায়ের করা বাঁটোয়ারা মামলায় ২৩ বছর পর আলমগীর ও জব্বারদের পক্ষে রায় দেন আদালত। পরে কালু মিয়া সেখ, তাঁর ভাই আজগর আলী ও সামাদ মিয়া মালিকানা দাবি করে ১৪৪ ধারা চেয়ে আবেদন করেন। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করেন ওই জমির ওপর। পরবর্তীতে আলমগীর ও জব্বার মিয়ারা আদালতে আপিল করেন। যা এখনো বিচারাধীন।

গত মঙ্গলবার কালু মিয়া সেখ, তাঁর ভাই আজগর আলীরা ঘর তুলতে গেলে আলমগীর বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা তাঁকে পিটিয়ে আহত করেন। ফেরাতে গেলে তাঁর ভাই জব্বার মিয়া, তাদের মা শাফিয়া বেগম ও তাঁর পুত্রবধূ জোৎনাকেও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

এ ঘটনায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং মা ও পুত্রবধূকে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতনের শিকার আব্দুল জব্বার মিয়া বলেন, মধুপুর থানায় অভিযোগ না নেওয়া বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার আইনজীবী কবীর হোসেন উজ্জল বলেন, টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বাদল চন্দ্র দাস মামলাটি আমলে নিয়ে দ্রুত টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশকে (ডিবি উত্তর) তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছেন।

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ