মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীনগর এলাকার মোল্লারহাট বাজার সংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, আড়িয়াল খাঁ নদে শাড়ি পড়া নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার করে লাশ নদে ফেলা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।