গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মণ্ডল মার্কেট এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আজ দুপুরে টঙ্গীর মণ্ডল মার্কেট এলাকায় লুৎফুর রহমান রাজুর তুলার গুদামে আগুন লাগার খবর আসে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামে থাকা কয়েক লাখ টাকার তুলা ও তুলা থেকে সুতা তৈরির মেশিন আগুনে পুড়ে গেছে।