Ajker Patrika

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

  • গতকাল সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ উদ্‌যাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ
  • ছুটি শেষে ফিরতে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি লম্বা ছুটির কারণে এখনো রাজধানীতে ফেরার মূল চাপ শুরু হয়নি। তবে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে অনেকেই এরই মধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। গতকাল রাজধানীর প্রবেশপথগুলোয় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবিটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
সরকারি লম্বা ছুটির কারণে এখনো রাজধানীতে ফেরার মূল চাপ শুরু হয়নি। তবে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে অনেকেই এরই মধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। গতকাল রাজধানীর প্রবেশপথগুলোয় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবিটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি যাওয়া নগরবাসী। গতকাল বুধবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় চোখে পড়েছে। আবার ঈদে ছুটি পাননি এমন অনেককেই বাড়ির পথে রওনা দিতে দেখা গেছে।

বাসমালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ উদ্‌যাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় আসা দূরপাল্লার গাড়িগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রী নামাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা নামছেন গাবতলী, মহাখালীতে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ কয়েকটি শ্রেণি-পেশার মানুষ রাজধানীতে ফিরে আসতে শুরু করেছেন। ছুটি শেষে ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

বাসস্টেশনগুলোর মতোই রাজধানীফেরত মানুষের ঢল দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার ৯ দিন ছুটি হওয়ায় এখনো রাজধানীতে ফেরার মূল চাপ শুরু হয়নি। বর্তমানে পর্যাপ্ত ট্রেন রয়েছে, ট্রেনের কোনো সংকট নেই।

এ ছাড়াও সদরঘাটে দেখা গেছে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের ভিড়। বরিশাল, ভোলা, হাতিয়াসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষেরা জানিয়েছেন, লঞ্চের যাতায়াতেও এবার কোনো সংকট পোহাতে হয়নি তাদের।

রাজধানীতে উৎসবমুখর ঈদ

উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপন করেছে রাজধানীবাসী। গত সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার ১ হাজার ৪৩৫টি মসজিদ এবং ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতের পাশাপাশি জাঁকজমকপূর্ণ ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়া, গরুর গাড়ি এবং মোগল আমলের ইতিহাস, বিভিন্ন প্রতিকৃতির ভাস্কর্য, প্ল্যাকার্ডসহ আনন্দ মিছিলে অংশ নেন হাজারো মানুষ। মিছিলের সামনের সারিতে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঈদের দ্বিতীয় দিনে অনেকটাই ফাঁকা রাজধানীতে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে দেখা গেছে রাজধানীবাসীকে। মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও শহীদ মিনার, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল, দিয়াবাড়ী, আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘর, নভোথিয়েটার, সামরিক জাদুঘর, সংসদ ভবন এলাকায় মানুষের জটলা দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত