Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আপাতত এক্সপ্রেসওয়েতে চলবে না বিআরটিসির ৭৯টি বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপাতত এক্সপ্রেসওয়েতে চলবে না বিআরটিসির ৭৯টি বাস

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে আগামীকাল সোমবার ৭৯টি বাস চালানোর পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে বিকেলে সিদ্ধান্ত দিয়ে রাতেই তা পাল্টে ফেলেছে তারা। আপাতত এই পরিকল্পনা থেকে সরে এসেছে বিআরটিসি। 

আজ রোববার রাতে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তবে বিকেলে তিনি জানিয়েছিলেন, আগামীকাল থেকে বাসগুলো চলবে। 

এখনই বাস না চলার বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনই চালু করছি না। এক্সপ্রেসওয়ের র‍্যাম্পগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নেব কবে থেকে চালু করা যায়।’ 

বিকেলে তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল (সোমবার) থেকে বাসগুলো চলাচল করবে। যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিআরটিসি চেয়ারম্যান জানান, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। 

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। আজ ভোর ৬টা থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন