Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর বারের সাবেক সভাপতি-কোষাধ্যক্ষ কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর বারের সাবেক সভাপতি-কোষাধ্যক্ষ কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে দুজন উচ্চ আদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। 

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা আত্মসাতের মামলায় গাজীপুর বারের সাবেক সভাপতি ও ট্রেজারার আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে সাবেক সাধারণ সম্পাদক পলাতক রয়েছেন।’ 

গত ১৫ মে গাজীপুর বারের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিবাদীরা হলেন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক রাবেয়া ইয়াসমিন কল্পনাকে বিবাদী করা হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বারের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ আজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। পরে বিচারক তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।’

দেশ তামাকমুক্ত করতে কড়া নিয়ন্ত্রণ আইনের দাবি

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

সাবেক এমপি মৃণাল কান্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

শহরের বাসযোগ্যতা বিপন্ন করতে এখনো ষড়যন্ত্র চলছে: বিআইপি সভাপতি

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা

মাদারীপুরে ট্রিপল মার্ডার: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

এতিমের বরাদ্দসহ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সমাজসেবা কর্মকর্তার নামে দুদকের মামলা

পল্লবীতে ১৬ জন মিলে নারী ‘সাংবাদিককে’ টেনে হিঁচড়ে নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

রাজধানীর অলিগলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে: ডিএমপি কমিশনার

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার অধিকতর তদন্ত কমিটি