রাজধানীর শাহবাগ এলাকার পিকক বার থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ তিনজনকে আটক করেছে র্যাব । গতকাল মঙ্গলবার রাতে তাঁদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন-লিটন (৩৫), মুজিবুর (৫০) অলিউর রহমান (৩০)। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, আটটি ব্রান্ডের দেশি বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দেশি মদ আড়াই হাজার পিস আর বিদেশি ১৫০০ পিসসহ অন্যান্য কোম্পানির ১৩০০ পিস মদ ও বিয়ার জব্দ করা হয়। এসব মদ ও বিয়ারের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পিকক। এ ছাড়া বারের ছাদের ওপর চারতলায় ম্যাচের পাশের সুড়ঙ্গের ভেতরে এবং খাটের নিচেসহ নিচ তলায় বাথরুমের পাশের সুড়ঙ্গের ভেতরে এসব অবৈধ বিয়ার মজুত করে রাখে। বাসাবাড়ি ও অবৈধ বারগুলোতে বিয়ার সরবরাহ করত পিকক।
খন্দকার আল মঈন জানান, বৈধ ব্যবসার আড়ালে কীভাবে বিপুল পরিমাণ মাদক আসল তা বার মালিককে জিজ্ঞাসা ও যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বার মালিককে ডাকা হলেও তিনি এখনো পলাতক।