Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্বপনের সবই গেল কার ভুলে

নুরুল আমীন রবীন, শরীয়তপুর

স্বপনের সবই গেল কার ভুলে

২০১২ সালের ১৬ মার্চের রাতে দিনমজুর স্বপনের বাড়িতে পুলিশ হানা দেয়। কিছু বুঝে ওঠার আগেই তাঁর হাতে পরানো হয় হাতকড়া। স্বপন জানতে পারেন, তাঁর নামে ঢাকার গুলশান থানায় একটি অস্ত্র মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে দুই মাস জেল খেটে জামিন নিয়ে বের হন স্বপন। এরপর জায়গাজমি বেচে পাঁচ বছর ধরে চেষ্টা করেছেন মামলা থেকে নিষ্কৃতি পেতে, হয়নি। মামলার খড়্গ আর ঋণের চাপে শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন তিনি। তিন বছর ধরে কাজ করছেন কুয়েতের একটি কারখানায়।

কিন্তু এই স্বপন খান অস্ত্র মামলার প্রকৃত আসামি নন। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার মতিসাগর গ্রামের আব্দুল মালেক খানের ছেলে। এই উপজেলারই হামগাঁও গ্রামে আছেন আরেক স্বপন খান। গুলশান থানার ওই মামলার আসামি তিনি। তাঁর বিরুদ্ধে ঢাকা, রংপুরসহ কয়েকটি থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। বর্তমানে তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রংপুরের কারাগারে আছেন।

দিনমজুর স্বপন খানের খোঁজে গত বুধবার মতিসাগর গ্রামে গিয়ে কথা হয় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। বাবা আব্দুল মালেক, মা নুরজাহান বেগম, স্ত্রী হাজেরা বেগম আর দুই ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার।

হাজেরা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী খেতখামারে কাজ করে সংসার চালাত। সংসারে অভাব থাকলেও সুখ ছিল। কিন্তু মামলার হয়রানি ও ঋণের চাপে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ছেলেমেয়ের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পুলিশের ভুলে আমার সুখের সংসার ছারখার হয়ে গেল।’

মামলার নথি ঘেঁটে দেখা যায়, ২০০৯ সালের ১২ ডিসেম্বর ঢাকার গুলশান এলাকায় ছিনতাইয়ের সময় চারটি গুলিভর্তি পিস্তলসহ আটক হন হামগাঁও গ্রামের স্বপন খান। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। কিন্তু কীভাবে যেন মতিসাগর গ্রামের স্বপন খানের নাম-ঠিকানা উল্লেখ করা হয় মামলার নথিতে। ওদিকে এক মাস সাত দিন জেল খেটে জামিনে মুক্তি পান হামগাঁও গ্রামের স্বপন। এরপর মামলার শুনানিতে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু ২০১২ সালের ১৬ মার্চ জাজিরা থানার পুলিশ মতিসাগর থেকে ধরে নিয়ে যায় দিনমজুর স্বপন খানকে।

স্বপনের জামিনের জন্য ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শরণাপন্ন হয় তাঁর পরিবার। স্বপনের আইনজীবী ছাবিবা রনি বেগম শুনানিতে এক আসামির পরিবর্তে অন্যজনকে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন। আদালত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জাজিরা থানায় প্রতিবেদন চান। থানা থেকে স্বপনকে নির্দোষ দেখিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়।

জাজিরা থানা-পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনোভাবেই হোক প্রথমে গ্রেপ্তারকৃত ব্যক্তি তাঁর প্রকৃত ঠিকানা গোপন করে অন্য ঠিকানা দেওয়ায় এবং মামলার তদন্ত কর্মকর্তা ওই নাম-ঠিকানা অনুযায়ী অভিযোগপত্র দেওয়ায় এই সমস্যার উদ্ভব হয়েছে।

আদালত একপর্যায়ে ওই মামলায় আলাদা দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন কি না, তা নিশ্চিতের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জেল কাস্টডি আদালতে উপস্থাপনের আদেশ দেন। কারা কর্তৃপক্ষ দুজনেরই জেল কাস্টডি আদালতে জমা দিলে নাম-ঠিকানার মিল থাকলেও ছবি দেখে দুজন আলাদা ব্যক্তি চিহ্নিত করেন। তখন আদালত দিনমজুর স্বপনকে জামিনে মুক্তি দেন।

২০১২ সালের মে মাসে জামিনে মুক্তি পেয়ে গ্রামে ফিরে আসেন ভুক্তভোগী স্বপন। এরপর মামলা থেকে নিজেকে মুক্ত করতে পাঁচ বছর সংগ্রাম করেন। মামলার প্রতিটি ধার্য তারিখে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। তাতেও মামলা থেকে মুক্তি মেলেনি। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

এদিকে নির্দোষ প্রমাণের জন্য অন্তত পাঁচ বছর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে দিতে নিঃস্ব হয়েছেন ভুক্তভোগী স্বপন। মামলা চালাতে গিয়ে বাড়ির দুটি গরু ও ২৬ শতাংশ জমি বিক্রি করতে হয়েছে তাঁকে। এ ছাড়া কয়েকটি এনজিওতে অন্তত ১৫ লাখ টাকা ঋণ হয়েছে।

ছেলেকে নিয়ে বিচলিত স্বপনের বাবা আব্দুল মালেক। তিনি আজকের পত্রিকাকে বলেন, স্বপন ছোটবেলা থেকেই কৃষিকাজ করে আসছে। কখনো কাস্তে ছাড়া তার হাতে কিছু ওঠেনি। সেই ছেলে এখন অস্ত্র মামলা মাথায় নিয়ে দেশ ছেড়েছে।

ভুক্তভোগী স্বপনের আইনজীবী ছাবিবা রনি বেগম আজকের পত্রিকাকে বলেন, অস্ত্র মামলার আসামি স্বপন খান আটক হওয়ার সময় কৌশলে নিজের নাম ঠিক রেখে বাবার নাম ও ঠিকানা বদলে দেন। মামলার তদন্ত কর্মকর্তা নাম-ঠিকানা সঠিকভাবে যাচাই না করেই অভিযোগপত্র দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে খোঁজ নিতে জাজিরা থানায় গেলে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ।

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার