Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর সিয়াম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজের জায়গা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

এর আগে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয় ওই কিশোর। সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত জানে আলম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে অলিপুরা ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার বেলা ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে গতকাল নিখোঁজ ওই কিশোরের কোনো খোঁজ না মিললে আজ সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়। পরে আজ সকালে ঘটনাস্থল থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।’

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ