গোপালগঞ্জের কাশিয়ানীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ধাক্কা দিলে পিকআপচালকের সহকারী ইলিয়াস শেখ (৩৫) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক ও এক শ্রমিক। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীর রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপের সহকারী ইলিয়াস খুলনার লবণচোরার সাচিবুনিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
ওসি শরিফুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল ইটভাটা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনাগামী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই পিকআপের সহকারী নিহত হন। এ ঘটনায় আহত হন পিকআপের চালক হেমায়েত ও পিকআপে থাকা এক শ্রমিক রবিউল।
ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।