Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে দেশি–বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দেশি–বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত কারাগারে

গাজীপুরের কাশিমপুর লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর লোহাকৈর-লস্করচালা রাস্তার পাশে বনের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মো. বাদশা প্রমাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।

আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর সাকিনস্থ লোহাকৈর-লস্করচালা রাস্তার পাশে বনের ভেতরে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।

গাজীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার তিন ডাকাত। ছবি: সংগৃহীত তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা গাজীপুর, বগুড়া, মানিকগঞ্জ, পাবনাসহ বিভিন্ন জেলায় ও থানা এলাকায় বাসাবাড়িতে ডাকাতি করে। তাদের মধ্যে মনিরের বিরুদ্ধে বিভিন্ন ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে তিনটি ও আল আমিনের নামে দুটি মামলা রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন