Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুক এল সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুক এল সাফারি পার্কে
দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা ভালুক। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা পাঁচটি এশিয়ান কালো ভালুক গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী পার্ক থেকে ভালুকগুলো উদ্ধার করেন। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাণীগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

এদিকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম জানান, ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ওই পার্ক থেকে ভালুক ছাড়াও ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল পাঁচটি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, পাঁচটি রাজ ধনেশ, দুটি শজারু ও একটি ভোঁদড়। এগুলোর মধ্যে শুধু ভালুকগুলো সাফারি পার্কে পাঠানো হয়েছে। অভিযানের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা।

অসীম বলেন, গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপের অভিযানে ৭৪টি বন্য প্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্য প্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশির ভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পরে মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বন্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ