Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় ‘পলো বাওয়া’ উৎসবে মাতলেন মাছ শিকারিরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় ‘পলো বাওয়া’ উৎসবে মাতলেন মাছ শিকারিরা

নরসিংদীর রায়পুরায় খলিলাবাদ বিলে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব মেতেছেন মাছ শিকারিরা। আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এসে এখানে মাছ ধরেছেন। শতাধিক বছর ধরে এই বিলে ফাল্গুন-চৈত্র মাসের যেকোনো একদিন পলো দিয়ে মাছ ধরার উৎসবে মাতেন মাছ শিকারিরা।

আজ বৃহস্পতিবার দুপুরে খলিলাবাদ বিলে গিয়ে দেখা গেছে, দুই হাজারের বেশি মানুষ পানিতে নেমে পলো ও মাছ রাখার থলে নিয়ে কচুরিপানা সরিয়ে হই হুল্লোড়ে মাতেন। 

মাছ শিকারি ও স্থানীয়রা জানান, উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ গ্রামের খলিলাবাদ বিলে শত বছরের বেশি সময় ধরে চলে আসছে পলো বাওয়া উৎসব। পলো উৎসবটি উপভোগ করতে গ্রামের নানান বয়সী মানুষ বিলে নেমে বা পাড়ে বসে উল্লাস করেন। নরসিংদীসহ পার্শ্ববর্তী গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা এই উৎসবে অংশ নেন।

খলিলাবাদ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ছোট বেলায় দেখতাম বসন্তের এই সময়টাতে আমার দাদারা বিল থেকে বড় বড় রুই, কাতল, মৃগেল, শোল, বোয়াল, পুঁটিসহ প্রায় অর্ধশত প্রজাতির মাছ ধরতেন। এই বিলের মাছ অনেক সুস্বাদু। তাই তো এখনো পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মাছ মানুষ মাছ ধরতে আসেন।’ 

শিকারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উৎসবের সপ্তাহ খানিক আগে কোনো একজনের দায়িত্বে পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে ১০০ টাকার বিনিময়ে তৈলের টিন বাজিয়ে জানিয়ে দেওয়া হয় উৎসবের তারিখ। এই খবর জানার পর লোকজন প্রস্তুতি নিয়ে পলো নিয়ে এতে অংশ নেন। 

গাজীপুর থেকে আসা মাছ শিকারি আহাম্মেদ আলী বলেন, ‘আমি এসেছি গাজীপুর থেকে। সাত বছর ধরে প্রতি বছর এখানে আসি মাছ শিকার করতে। এবারও এসেছি। মাছ পাওয়া না পাওয়া বিষয় না। সবাই মিলে আনন্দ করছি, হই হুল্লোড় করছি এটিই বড়ে কথা।’ 

ময়মনসিংহ থেকে আসা সোলায়মান বলেন, ‘আমরা পাঁচজন এসেছি। আমি একটা শোল মাছ পেয়েছি। আনন্দ লাগছে। বেঁচে থাকলে আগামীতে আসব।’

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ গ্রামের বিলে পলো বাওয়া উৎসবে মাছ শিকারিদের একাংশরাজবাড়ির ফুলবাড়ি উপজেলার আনিস মিয়া বলেন, ‘আমাদের এলাকা থেকে দুজন এসেছি এখানে মাছ শিকার করতে। পাঁচ-ছয় বছর ধরে আমি এখানে আসি।’ 

গাজিপুরের কালীগঞ্জ থেকে আসা মোবারক নামের আরেক মাছ শিকারি বলেন, ‘আমি একটি বড় বোয়ালসহ ছোট মাছ পেয়েছি। এতেই খুশি। টাকা দিলেও এই মাছ আমি কিনতে পারব না। এটা শখের জিনিস।’ 

পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘এই বিল সবার জন্য উন্মুক্ত। প্রতি বছরই এই বিলে উৎসবমুখর পরিবেশে পলো বাওয়া উৎসব হয়। এরই ধারাবাহিকতায় এ বছর তা পালন করছে বিভিন্ন জেলা থেকে আসা মাছ শিকারিরা।’

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ