ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে রাজধানীর দক্ষিণখানে কিশোর গ্যাং লিডার ফরহাদ দেওয়ানকে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল বুধবার দিবাগত রাতে দক্ষিণখানের গাওয়াইর মাদ্রাসা রোড থেকে তাঁকে আটক করা হয়। আটক ফরহাদ দেওয়ান দক্ষিণখানের পেয়ারাবাগানের আবুল হোসেন দেওয়ানের ছেলে।
আটকের পর আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরার আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের গাওয়াইর এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় কিশোর গ্যাং লিডার ফরহাদ দেওয়ানকে আটক করা হয়েছে।’
সেনাবাহিনী জানায়, আটক ফরহাদ দক্ষিণখান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের কারবার করতেন। এ ছাড়া তিনি কিশোর গ্যাং লিডার।
আটক ফরহাদের বিরুদ্ধে আটটি মামলা বিচারাধীন রয়েছে। আটকের পর ফরহাদকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা আজকের পত্রিকাকে জানান, ফরহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।