গাজীপুরের টঙ্গীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার টঙ্গী পশ্চিম থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে পুলিশ ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহামদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মামলায় আব্দুল করিম অনন্ত (২২) নামে এক তরুণকে আসামি করা হয়। এর আগে গত শুক্রবার টঙ্গীর সাতাইশ লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়েছে।’
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত কয়েক মাস আগে আব্দুল করিম অনন্তের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই একপর্যায়ে গত শুক্রবার (১৭ মে) অনন্তের বাসা খালি থাকায় মোবাইলে ওই কলেজছাত্রীকে ডেকে আনেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হন। কয়েক দিন পর ভুক্তভোগী বিয়ের জন্য বললে অনন্ত বিয়েতে রাজি হয়নি। পরে আজ সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।