রাজধানীর গোলাপ শাহ মাজারের পাশ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা সারে ৭ টার দিকে গোলাপশাহ মাজার সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দাস জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক (৫০) বছর। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি ওই ব্যক্তি গোলাপশাহ মাজার এলাকায় ভাসমানভাবে থাকত। ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।