Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারের দেড় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারের দেড় বছরের কারাদণ্ড

মাদকের এক মামলায় ভারতীয় নাগরিক সমীর সরকারকে দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আফনান সুমি এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি সমীর সরকার ভারতের ত্রিপুরারি বিলুনিয়ার সাব ডিভিশনের পুরান রাজবাড়ীর কমলা পুরের দিদান সরকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে চার কেজি গাঁজাসহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সমীর সরকারকে (৩৫) চার কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

তদন্তকালীন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে জানান, তিনি ভারতীয় নাগরিক। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে উক্ত স্থানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি, চাপাতির কোপে ব্যবসায়ীর মৃত্যু

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ