Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তরুণ প্রজন্মকে সৎ মানুষ হওয়ার আহ্বান মন্ত্রী ইয়াফেস ওসমানের 

বিজ্ঞপ্তি

তরুণ প্রজন্মকে সৎ মানুষ হওয়ার আহ্বান মন্ত্রী ইয়াফেস ওসমানের 

‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এক সেমিনার ও তরুণ শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মৃত্যুঝুঁকি নিয়ে আমরা তরুণ প্রজন্মের জন্য যুদ্ধ করেছিলাম একটি স্বাধীন দেশ হবে, এই প্রত্যাশা নিয়ে। সুতরাং তরুণেরা যেন পড়াশোনা করে ভালো মানুষ হয় এবং ভালো কর্মী হয়ে দেশের উন্নতি করতে পারে। তরুণদের একটি আবিষ্কার সারা পৃথিবীকে বদলে দিতে পারে।’ 

 ২০০৯ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সূচনা থেকে তাঁর উদ্যোগে মোবাইল অ্যাপস ব্যবহারের সফলতা প্রসঙ্গে ইয়াফেস ওসমান বলেন, ‘তখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি, যা ১০ কোটিতে উন্নীত হয়েছিল। এমনকি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত পুরো জাতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা পেয়েছে। প্রযুক্তির কল্যাণে কৃষকের সন্তান একই সঙ্গে ল্যাপটপ ও লাঙল ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’ 

তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিজ্ঞানকে আনন্দের সঙ্গে এবং সহজভাবে শিখতে হবে।’ সবাইকে ভালো মানুষ ও সৎ মানুষ হয়ে জীবন তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার এ দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তোমাদের তৈরি হতে হবে।’ 

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার ২৮ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এতে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী, শিক্ষকসহ বিজ্ঞানসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন