Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে ফেরিওয়ালার নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে ফেরিওয়ালার নিহত

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর কারণ দেখিয়ে নিহতের বোন বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন। 

আজ বুধবার সকালে মগবাজার রেলক্রসিংয়ের পাশে দিলু রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম—মতিউর রহমান (৫০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন। 
 
তিনি বলেন, বুধবার সকালে ওই এলাকায় মালামাল ফেরি করছিলেন মতিউর। দিলু রোড এলাকা দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই মাথায় পড়ে মতিউর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাতে ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, পুরোদমে চলছে নির্মাণকাজ। তার নিচ দিয়েই কেউ কেউ চলাচল করছেন। মগবাজার রেলক্রসিংয়ের পাশের ফুটপাত ঘেঁষেই এক্সপ্রেসওয়ের একটি পিলারের নির্মাণকাজ চলছে। চলাচল করা ফুটপাতের ওপরে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সময় ওপর থেকে কোনো নির্মাণ সামগ্রী পড়লে ঘটতে পারে দুর্ঘটনা। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় এক দোকানি আজকের পত্রিকাকে বলেন, এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে মানুষ চলাচল করে। সকালে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাওয়ার সময় মই পড়ে একজন মারা গেছে। 

স্থানীয় দোকানিরা জানান, ফুটপাতের ওপর কোনো নিরাপত্তা ব্যবস্থা না করেই নির্মাণকাজ চলছে। তার নিচ দিয়ে ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করে। অনেকে আবার রেললাইনের পাশ দিয়ে নির্মাণকাজ চলা এক্সপ্রেসওয়ের নিচ দিয়েও চলাচল করে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন