Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাকা পাংচার হয়ে ট্রলি পড়ল রিকশার ওপর, নারীর মৃত্যু, কাতরাচ্ছে দুই শিশুসন্তান

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

চাকা পাংচার হয়ে ট্রলি পড়ল রিকশার ওপর, নারীর মৃত্যু, কাতরাচ্ছে দুই শিশুসন্তান
প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনায় ট্রলির চাপায় এক নারীসহ দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দশমিনা-রনগোপালদী সড়কের কাপুরিয়াকাচারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিলা (২৮) উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আরোজবেগী গ্রামের জিয়া প্যাদার স্ত্রী। দুর্ঘটনায় ট্রলিচালকও নিহত হন। চালক রাকিব খান (২০) উপজেলার দশমিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মান্নান খানের ছেলে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম জানান, ঘটনার বিষয় শুনে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তানজিলা নামের এক নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। আর ট্রলিচালক রাকিবকে বরিশালে নেওয়ার পথে মারা যান। রাকিবের লাশ থানায় আনা হচ্ছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তানজিলা (২৮), তাঁর দুই ছেলে আবদুল্লাহ (৪) এবং আবু বকরকে (২) ডাক্তার দেখিয়ে দশমিনা থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন। কাপুরিয়াকাচারি এলাকায় এলে ট্রলির সামনের চাকা পাংচার হয়ে সেটি ওই রিকশাকে ধাক্কা দিয়ে পাশের কুয়ায় পড়ে যায়। এতে রিকশায় থাকা তানজিলা ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। রিকশা থেকে ছিটকে পড়ে শিশু আবদুল্লাহর বাঁ হাত ভেঙে যায় এবং আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। রিকশাচালকেরও বাঁ পা ভেঙে যায়। আবদুল্লাহ, আবুবকর ও রিকশাচালককে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর ট্রলিচালক রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বরিশাল যাওয়ার পথে বাউফল উপজেলার বগা নামক স্থানে মারা যান রাকিব।

প্রত্যক্ষদর্শী টিটু প্যাদা বলেন, ‘না আছে ট্রলির লাইসেন্স, না আছে ড্রাইভারের লাইসেন্স। ট্রলি যখন রাস্তায় চলে, তখন মনে করে রাস্তা তাদের কেনা। দশমিনায় এ রকম বহু লোক ট্রলির চাপায় মারা যাওয়া এবং পঙ্গু হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা প্রশাসনের কাছে এগুলো বন্ধের দাবি জানাই।’

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

আনন্দের ঈদ শেষে ঢাকা ফিরছে নগরবাসী

সখীপুরে স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে সংরক্ষিত বন

জনবল সংকটে ধুঁকছে জিসিসি

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর বাড়ি লুট

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

ডিসেম্বরের পরে জুনে বলবে, ফ্যাসিস্টের জন্মদিনে নির্বাচন হতে পারে না: ফজলুর

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

গুলশান-বনানীর সড়কে ইউটার্ন ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা