টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকার দুই যাত্রী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোকারচর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যাত্রীরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে মুক্তার আলী (৩২) ও টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙ্গারচিড়া গ্রামের মৃত আ. রহমান প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন।
নৌ পুলিশের টাঙ্গাইল আঞ্চলিক পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন।
যমুনা সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, গতরাতে জোকারচর খেয়াঘাটে নৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। সব যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার নদীতে ডুবে যায়। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করছে।
এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে। চালক মাসুম গাজী ও সহকারী রাশেদুল ইসলামকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।