Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ২ 

টাঙ্গাইল প্রতিনিধি

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ২ 

টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকার দুই যাত্রী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোকারচর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ যাত্রীরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে মুক্তার আলী (৩২) ও টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙ্গারচিড়া গ্রামের মৃত আ. রহমান প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক (৩০)। 

বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন। 

নৌ পুলিশের টাঙ্গাইল আঞ্চলিক পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন। 

যমুনা সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, গতরাতে জোকারচর খেয়াঘাটে নৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। সব যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার নদীতে ডুবে যায়। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করছে। 

এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে। চালক মাসুম গাজী ও সহকারী রাশেদুল ইসলামকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ