Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সড়ক বিভাজকের মাঝ থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

গাজীপুর প্রতিনিধি

সড়ক বিভাজকের মাঝ থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বাঘের বাজার এলাকার মহাসড়কের বিভাজক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত যুবকের নাম আবু বক্কর (২৫)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের ওপরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

নিহতের ভাই আ. হালিম জানান, তাঁরা দুই ভাই বাঘের বাজার এলাকার ফুটওভার ব্রিজে থেকে আশপাশে পড়ে থাকা বোতল সংগ্রহ করতেন। তাঁর ছোট ভাই আবু বক্কর মানসিক রোগী ও মাদকাসক্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে তাঁরা একসঙ্গে রাতের খাবার খান। পরে আবু বক্কর বোতল টোকানোর কথা বলে বেরিয়ে যান। তিনি তাঁর ভাইয়ের জন্য ফুটওভার ব্রিজের ওপর বসে থাকেন। অনেক রাত হয়ে গেলেও আবু বক্কর ফিরে না এলে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আজ ভোর ৬টার দিকে মহাসড়কের ফুটওভার ব্রিজের সড়ক বিভাজকের মাঝে স্থানীয়রা আবু বকরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শূন্য থেকে কোটিপতি কেয়ারটেকার

পাঁচটি বন্ধ, নয়টি চলে ঝিমিয়ে ২০০ কোটিতে একটির উন্নয়ন

আজিজ মার্কেটে নেই ঈদের চাপ

বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম তিতুমীর শিক্ষার্থীদের

গাজীপুরে কাভার্ড ভ্যানে গুলি-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

‘ঘুষ’ দেওয়াকে বৈধতা দিয়ে রেজল্যুশন: শরীয়তপুর আইনজীবী সমিতির দুঃখ প্রকাশ

ঋণের টাকা জোগাতে ডাকাতিকালে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫ বছরের জুলুম ফিরিয়ে আনতে চাইলে পরিণতি হবে ভয়াবহ: ড. আবদুল মঈন

স্কুলছাত্র আয়াজ হত্যা মামলার রায় হতে পারে কাল

উপদেষ্টার আশ্বাসে ৮ দিন পর অবস্থান স্থগিত সাবেক ডাকসু নেত্রীর