Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মুরাদনগর বিসিএস ক্যাডার অফিসার্স ফোরামের সভাপতি মাহমুদুল, সম্পাদক নূরুল

বিজ্ঞপ্তি  

মুরাদনগর বিসিএস ক্যাডার অফিসার্স ফোরামের সভাপতি মাহমুদুল, সম্পাদক নূরুল
মুরাদনগর বিসিএস ক্যাডার অফিসার্স ফোরামের সভাপতি মাহমুদুল, সম্পাদক নূরুল। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২৬) সভাপতি হিসেবে মো. মাহমুদুল হোসাইন খানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার নূরুল হককে নির্বাচিত করা হয়।

গত ৭ ডিসেম্বর রাজধানী ঢাকার বনানী ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির প্রেস সচিব (সরকারের সচিব) মো. জয়নাল আবেদীন। দিনব্যাপী অনুষ্ঠিত এজিএমে ফোরামের প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া দুই বছর মেয়াদি (২০২৫-২৬) কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যের নাম ঘোষণা করেন। পরবর্তীতে সাধারণ সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ তম ব্যাচের অফিসার মো. মাহমুদুল হোসাইন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২ তম ব্যাচের অফিসার ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম সচিব) খন্দকার নূরুল হক নির্বাচিত হন।

কার্যনির্বাহী পরিষদে সহসভাপতি হিসেবে মো. মুহিদুল ইসলাম (প্রশাসন), ১৫ তম ব্যাচ এবং সাগর বিকাশ ভৌমিক (সাধারণ শিক্ষা), ১৮ তম ব্যাচ; যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান (প্রশাসন), ২৭ তম ব্যাচ; কোষাধ্যক্ষ হিসেবে মো. জহিরুল ইসলাম (খাদ্য), ২৭ তম ব্যাচ; সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইব্রাহিম খলিল (সাধারণ শিক্ষা), ২৫ তম ব্যাচ; দপ্তর সম্পাদক হিসেবে মো. জোবায়ের খান (সাধারণ শিক্ষা), ৩২ তম ব্যাচ; সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে তাসলিমা আক্তার, (সাধারণ শিক্ষা), ৪০ তম ব্যাচ; ফোরামের সদস্যদের কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে শাহেদ আহমেদ (কাস্টমস), ২৯ তম ব্যাচ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া উপজেলাবাসীর কল্যাণ (স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান) সম্পাদক হিসেবে কামরুন নাহার ভূঁঞা (পরিবার পরিকল্পনা), ২০১৬ ব্যাচ; যোগাযোগ ও আইসিটি সম্পাদক হিসেবে মো. নাজিমউদ্দিন (সাধারণ শিক্ষা), ৩৬ তম ব্যাচ; নির্বাহী সদস্য হিসেবে মো. আবুল কালাম (গণপূর্ত), ১৫ তম ব্যাচ; মো. বোরহান উদ্দিন (রেলওয়ে ইঞ্জিনিয়ারিং), ২০ তম ব্যাচ; মো. মনিরুল আলম (প্রশাসন), ২১ তম ব্যাচ; মোহাম্মদ আবদুল আউয়াল সরকার (বন), ২২ তম ব্যাচ; কাজী ফররুখ আহাম্মদ (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস), ২২ তম ব্যাচ; মাহফুজ্জামান সরকার (পুলিশ), ৩১ তম ব্যাচ; মো. মেহেদী হাসান (সাধারণ শিক্ষা), ৩৬ তম ব্যাচ; মো. মশিউর রহমান (প্রশাসন), ৪০ তম ব্যাচ এবং মো. মাহবুব রহমান (পররাষ্ট্র), ৪৩ তম ব্যাচ নির্বাচিত হন।

শূন্য থেকে কোটিপতি কেয়ারটেকার

পাঁচটি বন্ধ, নয়টি চলে ঝিমিয়ে ২০০ কোটিতে একটির উন্নয়ন

আজিজ মার্কেটে নেই ঈদের চাপ

বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম তিতুমীর শিক্ষার্থীদের

গাজীপুরে কাভার্ড ভ্যানে গুলি-ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

‘ঘুষ’ দেওয়াকে বৈধতা দিয়ে রেজল্যুশন: শরীয়তপুর আইনজীবী সমিতির দুঃখ প্রকাশ

ঋণের টাকা জোগাতে ডাকাতিকালে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫ বছরের জুলুম ফিরিয়ে আনতে চাইলে পরিণতি হবে ভয়াবহ: ড. আবদুল মঈন

স্কুলছাত্র আয়াজ হত্যা মামলার রায় হতে পারে কাল

উপদেষ্টার আশ্বাসে ৮ দিন পর অবস্থান স্থগিত সাবেক ডাকসু নেত্রীর