বিএনপির আরও পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। তারা হলেন-আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, ফজলুল হক মিলন এবং বরিশালের আবুল হোসেন খান।
আজ বুধবার আবেদনের বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে বলে জানান তিনি।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিভিশন দিতে রিট করা হয়েছিল। তবে মঙ্গলবার থেকেই ডিভিশন কার্যকর হওয়ার বিষয়টি বুধবার আদালতকে লিখিতভাবে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।