প্রতিবছরের ২ নভেম্বর অল সোলস ডে পালন করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন, ফুলের পাপড়ি, পবিত্র জল ছিটিয়ে অল সোলস ডে পালন করেন তাঁরা। প্রতিবছরের মতো এবারও দিনটি পালন করেছেন শত শত মানুষ। সন্ধ্যার পর পর ঢাকা ক্রিশ্চিয়ান সিমেট্রিতে বেড়ে যায় মানুষের আনাগোনা। বয়সভেদে সকলের হাতেই মোমবাতি। অনেকের হাতে ফুল। কারও কারও হাতে ধূপকাঠি। সকলেই এসেছেন পরলোকগত স্বজনের সমাধিতে আলো জ্বালাতে।
সারা দিন নানা আচার-অনুষ্ঠান থাকলেও, শেষ বিকেলে বা সন্ধ্যার পর শুরু হয় মূল প্রার্থনা। পরলোকগত প্রিয়জনের কবরের পাশে স্থান পায় ফুল, মোমবাতি কিংবা ধূপকাঠি। মৃত আত্মাদের স্মরণ করে অশ্রুসিক্ত নয়নে চলে প্রার্থনা। ফুল, মোমবাতি আর ভালোবাসায় আলোকিত হয়ে ওঠে সমাধিস্থল। প্রার্থনা শেষে, প্রিয়জনের সমাধি আলো রেখেই বিদায় নেন সকলে।
ক্যাথলিক গোষ্ঠীর এক বিশেষ দিন ‘অল সোলস ডে’ বা ‘সব আত্মাদের দিন’।