Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

এবার গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার 

রাজধানীর টিকাটুলী এলাকায় রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন। 

জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। ঢাকার গেন্ডারিয়া এলাকায় থাকতেন তিনি। 

এসআই বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে এক বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে পাঠানো হবে।’ 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, রাজধানী সুপার মার্কেটের সামনে ডিএসসিসির একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যান। ডিএসসিসির ওই গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা