রাজবাড়ীর পাংশায় ড্রাম ট্রাকের ধাক্কায় শহর আলী (৬৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার সিয়ালডাঙ্গী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আইনুদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে।
নিহত শহর আলী কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামের সিতল মণ্ডলের ছেলে। আহত আইনুদ্দিন কুষ্টিয়ার খোকসা উপজেলার বসুয়া গ্রামের আবদুল লতিফ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শহর আলী মোটরসাইকেল চালিয়ে বাইপাস সড়ক থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় মহাসড়কের একটি ড্রামট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। ড্রামট্রাকের ধাক্কায় শহর আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত আইনুদ্দিন মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রাম ট্রাক ও মোটরসাইকেল আমাদের জিম্মায় হয়েছে।