Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৩

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে শারীরিক নির্যাতনে সোহেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। উপজেলা সদরে অবস্থিত পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে তাঁর পরিবার। পরে রাতেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত সোহেল মিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল এলাকার আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন কাজী ফজলে রাব্বি মিলকী, কামরুজ্জামান শোয়েব ও খন্দকার আতিকুর রহমান। অপর আসামিরা হলেন জাহিদ হাসান মান্নান, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন সোহাগ ও মো. ফিরোজ মিয়া। আসামিরা সবাই নিরাময় কেন্দ্রের অংশীদার। 

মামলার অভিযোগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদকাসক্ত সোহেলকে চিকিৎসার জন্য তাঁর পরিবার গত ৫ মার্চ উপজেলা সদরের পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রে ভর্তি করান। ছয় মাসের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তায় প্রদান করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ জন্য কর্তৃপক্ষকে ২৪ হাজার টাকা দেয় সোহেলের পরিবার। 

নির্যাতনের কারণেই তাঁর ভাইয়ের মৃত্যুর হয়েছে অভিযোগ তুলে নিহতের বড় ভাই রুবেল বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পূর্ণতা মাদকাসক্তি কেন্দ্র থেকে ফোন করে তাঁর ভাইকে নিয়ে যেতে বলা হয়। রাতেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন শনিবার সকালে শোয়ার ঘরে সোহেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ক্ষত আছে। শরীরের কোনো কোনো জায়গায় সিগারেটের আগুনে পোড়ার দাগ রয়েছে। 

পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক কামরুজ্জামান শোয়েব বলেন, ‘গত শুক্রবার সোহেলকে আমাদের চিকিৎসাকেন্দ্র থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’ 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, অবাক হব না: সোলায়মান সেলিম