Ajker Patrika

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি
গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ৬টি ব্যাংক হিসেবে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

এতে আরও বলা হয়, আসামির নামে ৪৪৮ কোটি ৪২ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে তাঁর গ্রহণযোগ্য আয় ৪২৪ কোটি ৯০ লাখ টাকা।

অপর মামলার এজাহারে বলা হয়েছে, তারাবো পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজী ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন ও ৫টি ব্যাংক হিসেবে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকায় তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রূপগঞ্জ থানায় করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত