গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কাশিয়ানী সদরের হাবিব মিয়ার ইটভাটার পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, সকাল ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, মৃত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন ধরে মরদেহটি পুকুরের মধ্যে রয়েছে।