Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুরোনো শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার সকালে দুই দফায় উপজেলার নিজামকান্দি বাজারে এই ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আলী চৌধুরীর ছেলে। 

নিহতের ভাতিজা সাহিদ চৌধুরী জানান, নিজামকান্দি এলাকায় হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছে। এরই জের ধরে গতকাল রোববার প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর বিরুদ্ধে। 

ওই ঘটনার পরে আজ সকালে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের লোকজনের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। দুই দফার সংঘর্ষে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক। 

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মো. আশিকুজ্জামান বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নিজামকান্দি থেকে মারামারির ৭ জন রোগী আসে। এর মধ্যে আনসার চৌরুরী নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে।’ 
 
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১