সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দেশব্যাপী চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি। অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া-আদমজী নতুন সড়কে মিছিল করেছে মহানগর যুবদল। আগুন জ্বালিয়ে সড়ক অবরোধও করে তারা।
সকাল ৭টায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়েতে অবরোধের সমর্থনে মিছিল করেন রূপগঞ্জ থানা যুবদলের নেতা-কর্মীরা। ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে সকাল সোয়া ৭টায় মিছিল করেন জেলা মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা। এ ছাড়া রাতভর তফসিল ঘোষণার প্রতিবাদে জেলার বিভিন্ন এলাকায় আগুন জ্বালিয়ে মশাল মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কর্মসূচির নামে যেকোনো অবৈধ কর্মকাণ্ড মোকাবিলা করবে পুলিশ।’