Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

গত মঙ্গলবার রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ হয় দুই শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মিতু আক্তার (৮) নামের এক শিশু মারা গেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় দগ্ধ আরেক শিশু হাসপাতাল পুলিশের কাছে অভিযোগ করে বলে, তার দুলাভাই আলাউদ্দিন তাদের গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে কেন আগুন ধরিয়ে দিয়েছে সে বিষয়ে শিশুটি কিছু জানাতে পারেনি। 

জানা গেছে, দুই শিশুর বাড়ি ভোলায়, বর্তমানে আদাবর শেখেরটেক এলাকায় মায়ের সঙ্গে থাকে। তার বোন মৌ তাদের সঙ্গে থাকত। সকালে তাদের দুজনকে দুলাভাই আলাউদ্দিন তার বাসায় নিয়ে আসে। তারপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রাজিব হাওলাদার জানান, ওই বাসার নিচতলায় তাদের ইলেকট্রিকের দোকান। বেলা ১১টার দিকে বাসা থেকে শিশুদের চিৎকার শুনতে পাই। বাসায় গিয়ে দেখতে পাই বাইরে থেকে ছিটকিনি বন্ধ ছিল। পরে দরজা খুলে শিশু দুটির গায়ে আগুন দেখতে পাই। আগুন নিভিয়ে তাদের দুজনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

রাজিব জানান, শিশুরা বলে, তাদের দুলাভাই আলাউদ্দিন তাদের শরীরে আগুন দিয়েছে। তবে কী কারণে আগুন দিয়েছে তা বলতে পারেনি। 

আদাবর থানার ওসি কাজী শাজেদুজ্জামান বলেন, ‘বোনকে মারধর ও গালিগালাজ করার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাই আলাউদ্দিন হত্যার উদ্দেশ্যে তার শালিকা ও শ্যালকের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আদাবর সুনিবিড় হাউজিং এলাকার ওই বাসার নিচতলায় তাদের গায়ে আগুন দেয়। ওই বাসা আলাউদ্দিনের বড় স্ত্রীর। সেখানে শ্যালিকা ও শ্যালককে ডেকে এনে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’ 

ওসি বলেন, ‘শিশু দুটির বোন মৌ আলাউদ্দিনের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে সুনিবির হাউজিংয়ের ওই বাড়িতে থাকত। দ্বিতীয় স্ত্রী মৌ মায়ের সঙ্গে শেখেরটেক এলাকায় থাকে। আলাউদ্দিন প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করে শিশু দুটির বোন মৌকে।’ 

ওসি আরও বলেন, বিয়ের বিষয়টা জানাজানি হয়ে গেলে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এই কারণে প্রায় সময় দ্বিতীয় স্ত্রী মৌকে বকাঝকা ও মারধর করত আলাউদ্দিন। এর প্রতিবাদ করত শিশু দুটি। এই কারণে দুলাভাই আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয়। 

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন