Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দুই অপ্রাপ্ত বয়স্কের প্রেম থেকে সন্তানের জন্ম, বিয়ের অনুমতি দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই অপ্রাপ্ত বয়স্কের প্রেম থেকে সন্তানের জন্ম, বিয়ের অনুমতি দিলেন হাইকোর্ট

রংপুরের পীরগাছায় অপ্রাপ্তবয়স্ক ছেলে–মেয়ের প্রেমের সম্পর্ক থেকে সন্তান জন্মদানের ঘটনায় উভয় পরিবার চাইলে বিয়ের ব্যবস্থা করতে বলেছেন হাইকোর্ট। যশোর কিশোর সংশোধনাগার কর্তৃপক্ষকে এ বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।

কিশোরের জামিন শুনানিকালে আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কিশোরের পক্ষে শুনানি করেন আইনজীবী সেলিনা আক্তার। তিনি বলেন, ‘ছেলে–মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক। তাদের উভয়ের অভিভাবককে ডেকেছিলেন হাইকোর্ট। যেহেতু সন্তান হয়ে গেছে, তাই উভয় পরিবার চাইলে বিয়ের ব্যবস্থা করতে বলেছেন আদালত। আর বিয়ে হলে সেটা আদালতকে জানাতে বলা হয়েছে।’

সেলিনা আক্তার আরও বলেন, ‘ওই কিশোরের ডিএনএ পরীক্ষার আবেদন করেছে পুলিশ, যা এখনো আদেশের অপেক্ষায়। তবে কিশোরের জড়িত থাকার বিষয়ে জবানবন্দি রয়েছে। তাই আদালত বলেছেন, কেবল উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হতে পারে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, নবম শ্রেণির কিশোরী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোর। প্রেম থেকে শারীরিক সম্পর্কে জড়ালে কিশোরী গর্ভবতী হয়। পরে বিষয়টি জানাজানি হলে কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা। ওই মামলায় গ্রেপ্তার হয়ে ওই কিশোর বর্তমানে যশোর কিশোর সংশোধনাগারে আছে।

গত ঈদুল আজহার দুই দিন পর কিশোরী সন্তান প্রসব করে বলে জানা যায়।

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার