Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলন: দেড় হাজার মামলায় গ্রেপ্তার ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলন: দেড় হাজার মামলায় গ্রেপ্তার ৩ হাজার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশের ১ হাজার ৬৯৫টি মামলা হয়েছে। এসব মামলায় কেবল অক্টোবরেই ৭৪ জন হাইপ্রোফাইল ব্যক্তিসহ ৩ হাজার ১৯৫ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

আজ রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১ হাজার ৬৯৫টি মামলা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তৎকালীন সরকারি দলের নেতৃস্থানীয় হাই প্রোফাইল ৭৪ জনসহ শুধুমাত্র চলতি অক্টোবর মাসেই ৩ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান এখনো চলমান রয়েছে। 

এছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এক্ষেত্রে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানি মুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানে একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির তল্লাশি

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত