Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে

অনলাইন ডেস্ক

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে
আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দার। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা এলাকায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকালে বলরামকে আদালতে হাজির করে রমনা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বলরাম পোদ্দারের পক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত বুধবার দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরামকে আটক করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় শাকিব তাঁকে হত্যাচেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ভূমিকা কর্মীদের হামলায় তিনি আহত হন।

মামলায় বলরাম পোদ্দারের নাম এজাহারে নেই। তিনি জড়িত ছিলেন মর্মে সন্দেহ করে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেছেন।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ