হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দার। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা এলাকায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকালে বলরামকে আদালতে হাজির করে রমনা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বলরাম পোদ্দারের পক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত বুধবার দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরামকে আটক করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় শাকিব তাঁকে হত্যাচেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ভূমিকা কর্মীদের হামলায় তিনি আহত হন।

মামলায় বলরাম পোদ্দারের নাম এজাহারে নেই। তিনি জড়িত ছিলেন মর্মে সন্দেহ করে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেছেন।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন