Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী-ভায়রাসহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী-ভায়রাসহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

পুরান ঢাকায় জামিল হোসেন (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার মামলায় নিহতের স্ত্রীসহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। 

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নিহত জামিল হোসেনের স্ত্রী মৌসুমি, ভায়রা জুয়েল রানা ওরফে তানভীর ও শফিকুল আলম নামের একজন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক বছরের কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

অন্যদিকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়টি জানার পরও গোপন রাখার কারণে এমরান হাসান ওরফে ইমরানকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরফান ও ইউনুস নামে দুজনকে বেকসুর খালাস দেন আদালত। 

রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ইমরান মামলার বিচার চলাকালে ছয় মাস কারাভোগ করায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অন্য দুজনকে তাৎক্ষণিক মুক্তি দেওয়া হয়। 

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

ঘটনার বিবরণী থেকে জানা যায়, ঢাকার সোয়ারীঘাটে গাম ও স্কচটেপের কারখানা ছিল জামিলের। ওয়াটার ওয়ার্কস রোডের ৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। জুয়েল রানা ওরফে তানভীর জামিলের ভায়রা ভাই। তাঁর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে জামিলের স্ত্রী মৌসুমির। এর জের ধরে ২০১৬ সালের ২ মে জুয়েল ও মৌসুমিসহ অন্যরা জামিলকে গলা কেটে হত্যা করে। 

হত্যার পর জামিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে তাঁর স্ত্রী চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ সংক্রান্ত তদন্তে পুলিশ জামিলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর বক্তব্যে অসংলগ্নতা পাওয়া যায়। পরে তাঁকেসহ স্বজনদের নিয়ে বাসায় যাওয়া হলে, বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ চাবি চাইলে তা হারিয়ে ফেলেছেন বলে দাবি করেন মৌসুমি। এরপর তালা ভেঙে ঘরে ঢুকতেই দুর্গন্ধ পাওয়া যায়। একপর্যায়ে খাটের নিচে বস্তায় ভরে রাখা জামিলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। 
 
এ ঘটনার পরদিন জামিলের বড় বোন শাহিদা পারভীন চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩১ অক্টোবর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রফিকুল ইসলাম। মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন