Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টাকা-সম্পত্তির জন্য বাবাকে হত্যা চেষ্টার পর মারধর, ২ ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

টাকা-সম্পত্তির জন্য বাবাকে হত্যা চেষ্টার পর মারধর, ২ ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

নরসিংদী রায়পুরায় বাবাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বাবা। গতকাল মঙ্গলবার রাতে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সুরুজ মিয়া (৬৫)। ওই দিন বিকেলে উপজেলা আলিপুরা ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত দুজন হলেন উপজেলার সাহেবনগরের সুরুজ মিয়ার ছেলে মোশারফ (২৩) এবং ইমরান (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, সুরুজ মিয়ার দুই ছেলে মোশারফ এবং

ইমরান মাদকাসক্ত এবং কোনো কাজকর্ম করেন না। নেশার টাকা জোগাড় করতে না পেরে গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে দেন। এর প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেন। 

পরে তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারপিট করে জখম করে। খবর পেয়ে সুরুজ মিয়ার মেয়েরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসেন। 

এ ঘটনায় ওই দিন রাতে হত্যা চেষ্টাসহ মারধর করে আহত করার ঘটনায় দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুরুজ মিয়া। 

এ বিষয়ে সুরুজ মিয়ার মেয়ে নাজমা বলেন, ‘পাঁচ বছর আগে আমার মা মারা গেছেন। আমাদের বোনদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে দুই ভাইয়ের সঙ্গে বাবা থাকেন। সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে প্রায়ই মারধর করে তারা। আমরা বোনেরাও বাবার বাড়িতে আসতে পারি না। খবর পেয়ে আহত বাবাকে উদ্ধার করি।’ 

সুরুজ মিয়া বলেন, ‘কোনো কাজ না করে বসে বসে খাওয়ায় ছেলে মোশারফ এবং ইমরান নেশার টাকা জোগাড় করতে না পেরে মঙ্গলবার গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে। এর প্রতিবাদ করায় হত্যার চেষ্টা করে মারপিট করে আমাকে। তারা টাকা সম্পত্তি ভোগে নেওয়ার জন্যই এভাবে মারধর করে। জীবনের নিরাপত্তাসহ তাদের বিচার দাবিতে দুই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’ 

অভিযুক্ত ইমরানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি। 

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক ফরিদ মিয়া বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা

ওসির ছাত্রলীগসংশ্লিষ্টতার তদন্তে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় তৌফিক-ই-ইলাহীর পিএস মনোয়ার কারাগারে

ফরিদপুরে কলেজশিক্ষার্থী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি এম এ মালেক চার দিনের রিমান্ডে

মধুপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা