রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ৩০০ ফিট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ইয়াসিন আরাফাত ইমন বলেন, ‘৩০০ ফিটের রাস্তা দিয়ে নারায়ণগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ঢাকার দিকে ঢুকছিল। মোটরসাইকেলটিতে দুজন যাত্রী ছিল। আর ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। তখন ওই পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটিও ছিটকে পড়ে যায়। তাদের তিনজনকেই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে অজ্ঞাত যুবকের অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, এই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অজ্ঞাত ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।